Top
সর্বশেষ

জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে

০৬ আগস্ট, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম জানান, দেশে ১৮ বছরের ঊর্ধ্বে অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টিকা দিতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই টিকা দেওয়ার বয়সসীমা ২৫ ঊর্ধ্ব করা হয়েছে। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১০ থেকে ১২ আগস্ট করোনা প্রতিরোধে জোরপূর্বক বাস্তুচ্যুতদের টিকা দেওয়া হবে। দেশের সব ইউনিয়নে আগামী ৭ আগস্ট এবং ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় করোনার টিকা দেওয়া হবে। এছাড়া দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সিদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

এরপর ধীরে ধীরে টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে আনা হয়

শেয়ার