Top

শেয়ার দর পতনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ

২৪ নভেম্বর, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ
শেয়ার দর পতনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫১ বারে ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬ বারে ২১ হাজার ৮০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৭ হাজার ১৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- তাল্লু স্পিনিংয়ের ৪ দশমিক ৪৪ শতাংশ, অলটেক্সের ৩ দশমিক ৭৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ২৬ শতাংশ, ইমাম বাটনের ৩ দশমিক ২৬ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩ দশমিক ২২ শতাংশ ও ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার