Top
সর্বশেষ

পেশারাইজ লোন রিকভার করা কঠিন: সৈয়দ ওয়াসেক আলী

২৫ নভেম্বর, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ
পেশারাইজ লোন রিকভার করা কঠিন: সৈয়দ ওয়াসেক আলী

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী বলেছেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নানা রকম পেশার থাকে। এই পেশারের কারণে ব্যাংকগুলো লোন দিয়ে থাকে এবং এক সময় তা এনপিএল হয়। এই লোনগুলো রিকভার করা কঠিন।

তিনি বলেন, অনেক সময় ভালো লোনগুলো খারাপ হয়ে যায়। এর কারণ মনিটরিং। অর্থাৎ মনিটরিংয়ের অভাবে কিছু লোন খারাপ হয়।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত “এনপিএল ইন ব্যাংক অফ বাংলাদেশ: ম্যাক্রো ইকোনোমিক অ্যান্ড ব্যাংকস স্পেসিফিক পারসপ্রেক্টিভ” শীর্ষক অনলাইন সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. হুমায়ূন কবির, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান পিএইচ.ডি।

সঞ্চালনা করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক আশরাফ আল মামুন পিএইচডি।

শেয়ার