Top

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হলেন আবু বকর, বীরগঞ্জে ড.মাসুদুল

০৯ আগস্ট, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হলেন আবু বকর, বীরগঞ্জে ড.মাসুদুল

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে পুনরায় দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. আবু বকর সিদ্দিক। রোববার (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৪ সালের ১০ জুলাই থেকে ২০১৭ সালের ৫ডিসেম্বর পর্যন্ত উক্ত কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তারও আগে আবু বকর সিদ্দিক কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ডিসেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু বকর সিদ্দিক। নিয়ম অনুযায়ী ২০২০ সালের ৪ডিসেম্বর তাঁর চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হবার কথা। তবে জনস্বার্থে ও করোনা মহামারি পরিস্থিতিতে চলতি বছরের ৮আগস্ট পর‌্যন্ত পূর্ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, রোববার প্রজ্ঞাপন জারী হয়েছে। তবে কিছু আনুষ্ঠানিকতা, দাপ্তরিক কিছু কাজ কর্ম থাকে সেগুলো শেষ হতে কয়েকদিন সময় লাগবে। তিনি বলেন, চেয়ারম্যান না থাকলে সাধারণত বোর্ড সচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু গত মে মাসে বোর্ড সচিব আমিনুল ইসলাম সরকারও অবসরে যান। পরীক্ষা নিয়ন্ত্রকের পাশাপাশি বর্তমানে সচিবের দায়িত্বও পালন করছি।

বোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন, রোববার বিকেলে প্রজ্ঞাপনের বিষয়টি জানতে পেরেছি। অফিসের কিছু কাজকর্ম থাকে সেগুলো গুছিয়ে নিয়ম অনুযায়ী জৈষ্ঠ্যতার ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর করা হবে। তবে যেহেতু সাম্প্রতিক সময়ে বোর্ড সচিব অবসরে গেছেন সেক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রককে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে।
একই প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন ড. একেএম মাসুদুল হক। তিনি দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. এ কে এম মাসুদুল হক বলেন, বীরগঞ্জ সরকারি কলেজের মতো প্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে পারা অত্যন্ত গৌরবের। সঠিকভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সূত্র মতে, ড. মাসুদুলের হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হায়াত মামুদের অধীনে নান্দনিকতায় পিএইচডি আছে। তিনি একজন সমসাময়িক বাঙালি কবি, ছোটগল্পকার, অনুবাদক এবং গবেষক। প্রকাশিত রচনার মধ্যে রয়েছে ছোটগল্প; তামাকবাড়ি (১৯৯৯), কবিতা ধোনিময় পালোক (২০০০), ধাধশীল ছায়া যার অনুবাদিত সংস্করণ হল শ্যাডো অফ ইলিউশন (২০০৫), এবং জন্মানদার স্বপ্ন, যার অনুবাদিত সংস্করণ ব্লাইন্ড ম্যানস ড্রিম (২০১০), কেলি জে কোপল্যান্ড দ্বারা অনুবাদিত) । ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন T.S. এলিয়টের কবিতা ফোর কোয়ার্টেটস (২০১২) এবং অ্যালেন গিন্সবার্গের কবিতা হাউল (২০১৮)। ১৯৯০ -এর দশকের শেষের দিকে, তিনি বাংলা একাডেমিতে একটি গবেষণা ফেলোশিপের অধীনে তিন বছর কাজ করেন, যা তার দুটি গবেষণা বই প্রকাশ করেছে। তার কবিতা চীনা, রোমানিয়ান, ম্যান্ডারিন, আজারবাইজানিজ, তুর্কি, নেপালি এবং স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে।

শেয়ার