Top

এইচএসসি পরীক্ষার্থী অনলাইনে ফরম পূরণ করবেন যেভাবে

১১ আগস্ট, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থী অনলাইনে ফরম পূরণ করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক :

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এবছর ফরম পূরণ হবে সম্পূর্ণরূপে অনলাইনে। শিক্ষার্থী তার ঘরে বসেই ফরম পূরণ করতে পারবে। এ পদ্ধতিতে বাংলাদেশে এবারই প্রথম ফরম পূরণ হচ্ছে।

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ এর পূর্ণমাত্রায় ব্যবহার করছে শিক্ষাবোর্ডগুলো।

যেভাবে ফরম পূরণ হবে-
১। কলেজগুলো বোর্ডের ওয়েবসাইট থেকে প্রভাবল লিস্ট দেখতে পাবে। যে ছাত্রটি ফরম পূরণ করবে তার নাম. রেজিষ্ট্রেশন , বিষয়, কেন্দ্র ফি (বোর্ড অংশ ) কেন্দ্র ফি (কলেজ অংশ) দেয়া থাকবে। কলেজ বকেয়া এবং ফোন নাম্বার খালি থাকবে।
২. প্রতিষ্ঠান ঐ ছাত্রের কলেজ বকেয়া এবং তার সঠিক ফোন নাম্বার এন্ট্রি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফোন নাম্বারে মেসেজ চলে যাবে।
৩। মেসেজে তার কেন্দ্র ফি বোর্ড , কেন্দ্র ফি কলেজ এবং কলেজ বকেয়াসহ মোট প্রদেয় টাকার পরিমান উল্লেখ থাকবে। একটি লিংক দেয়া থাকবে। ছাত্র ঘরে বসে লিংকে ক্লিক করে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পরিশোধ করবে। সয়ংক্রিয়ভাবে তা বোর্ডের সার্ভারে স্টোর হবে। প্রতিষ্ঠানও দেখতে পারবে ছত্রের ফরম পূরণ সম্পন্ন হয়েছে।

এতে যে সচ্ছতা নিশ্চিত হবে-
১. এই পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ফি আদায় করার কোন সুযোগ থাকবে না। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা দুর হবে।
২. অতিরিক্ত ফি আদায় করতে গেলেই বোর্ড সহজেই চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবে।
৩. ফি এর কেন্দ্র ফি কলেজ অংশ এবং কলেজের বকেয়া সয়ংক্রিয়ভাবে কলেজের একাউন্টে চলে আসবে। বোর্ডের কেন্দ্র ফি অংশ সংয়ক্রিভাবে বোর্ডের তহবিলে চলে যাবে।
৪. ফরম পূরণের জন্য কোন শিক্ষার্থীকে কলেজে যেতে হবে না। এতে হয়রানি কমবে।

শেয়ার