Top

জালে ধরা পড়ছে ইলিশ, তারপরও দাম বেশি

৩০ নভেম্বর, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ
জালে ধরা পড়ছে ইলিশ, তারপরও দাম বেশি

মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দেড় মাস পর সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, যা নিয়ে হাসিমুখে কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। সংকট কাটিয়ে অবতরণ কেন্দ্রে ইলিশ সরবরাহ বাড়লেও দাম বেশি। দাম বেশি হওয়ায় ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা খুশি।

সাগরে মাছ শিকার শেষে বাঁকখালী নদীর মোহনায় ফিরছে একের পর এক ট্রলার। জেটিতে ভিড়তেই ট্রলার থেকে নামছে বড় বড় ইলিশ। গুনে গুনে এসব ইলিশ ঝুঁড়িতে রাখছেন জেলেরা। তারপর চলে দর-কষাকষি।

ইলিশ সংরক্ষণ সময়ের নিষেধাজ্ঞার পর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। কিন্তু দেড় মাস কাঙ্ক্ষিত ইলিশের কোনো দেখা পাননি। এখন সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা।

ইলিশে সরগরম মৎস্য অবতরণ কেন্দ্রের পন্টুনও। স্থান সংকুলান না হওয়ায় রাখা হচ্ছে খোলা মাঠে। সংকট কাটিয়ে ইলিশ সরবরাহ বাড়ায় লোকসান কাটিয়ে উঠছেন বলে জানান ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. এহছানুল হক জানান, দেড় মাস রাজস্ব আদায় কম হলেও এখন মাছের অবতরণ বাড়ায় রাজস্ব আদায় বাড়ছে।

গত ৩ দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ অবতরণ হয়েছে প্রায় ৫০ টন।

 

শেয়ার