Top

এবার করের আওয়তায় আসছে ব্যাংকের কার্ডধারীরা

১৭ আগস্ট, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
এবার করের আওয়তায় আসছে ব্যাংকের কার্ডধারীরা

এবার ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড যারা ব্যবহার করেন, তাদেরকে করের আওতায় আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার জন্য গ্রাহকদের কার্ডের লেনদেনের তথ্য তলব করা হয়েছে। গত সপ্তাহে এ সংক্রান্ত তথ্য চেয়ে ব্যাংকগুলোকে একটি চিঠিও দিয়েছে এনবিআর।

চিঠিতে নির্দিষ্ট ছকে ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকের ই-টিআইএন, এনআইডি নম্বরসহ বছরভিত্তিক লেনদেনের তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

তবে এই উদ্যোগে আপত্তি তুলেছে ব্যাংকগুলো। তারা বলেছে, ঢালাওভাবে সবার তথ্য দিলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। এতে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা।

এনবিআর-এর পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৬০ লাখের বেশি। বার্ষিক রিটার্ন জমা দেন মাত্র ২৫ লাখ। তবে চলতি বছরের মধ্যে টিআইএনধারীর সংখ্যা এক কোটিতে উন্নীত করতে চায় এনবিআর।

এনবিআরের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘ব্যাংকের অনেক গ্রাহক আছেন, যারা কার্ড ব্যবহার করলেও করের আওতার বাইরে এখনও। অথচ এদের অনেকেই কর দেয়ার সার্মথ্য রয়েছে।’

তিনি বলেন, ‘লেনদেনের তথ্য যাছাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করা হবে। যাদের করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন নেই তাদের চিহিৃত করা হবে। এ জন্য ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।’

এই জন্য করের নতুন ক্ষেত্রে চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে গ্রাহকদের কার্ডের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলোর ডেবিট–ক্রেডিট মিলে মোট ইস্যু করা কার্ডের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ। এর মধ্যে সক্রিয় কার্ডের সংখ্যা ২ কোটি ৩০ লাখের মতো।

এনবিআরের কর্মকর্তারা সন্দেহ করছেন, বিশাল সংখ্যক কার্ডধারীর উল্লেখযোগ্য অংশের টিআইএন নেই। ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এদের নামে টিআইএন ইস্যু করে করের আওতায় আনার প্রচেষ্টা নেয়া হচ্ছে।

ব্যাংকাররা মনে করেন, ব্যাংক কোম্পানি আইনের আওতায় ব্যাংকগুলো পরিচালিত হয়। এই আইনে বাংলাদেশ ব্যাংক যে কোনো তথ্য চাইতে পারে। সেখানে অন্য সংস্থার তথ্য দেয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

তবে অনেক দিনের পুরোনো ‘দ্য ব্যাংকারস বুক এভিডেন্স অ্যাক্ট, ১৮৯১’ অনুযায়ী ব্যাংকগুলো গ্রাহকের কোনো ধরনের তথ্য অন্য সংস্থাকে দিতে পারবে তা উল্লেখ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বিদ্যমান আইনটি বেশ পুরোনো। এর পরে পাস হওয়া অনেক আইনে কিছু ক্ষেত্রে গ্রাহকের তথ্য চাওয়ার ক্ষমতা অন্য সংস্থাকেও দেয়া হয়েছে।

বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন, আয়কর আইন, দুর্নীতি দমন কমিশন আইনসহ কিছু আইনে গ্রাহকের তথ্য চাওয়ার ক্ষমতা রয়েছে।

এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘আয়কর আইনের আওতায় যে কোনো তথ্য আমরা চাইতে পারি। এনবিআরের নিয়মিত কাজের অংশ হিসেবে বিভিন্ন সময়ে নানা তথ্য চাওয়া হয়ে থাকে। গ্রাহকের কার্ডের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে তার অংশ হিসেবে।’

তিনি বলেন, ব্যাংকগুলোর আপত্তির প্রেক্ষিতে বিষয়টি সমাধানে আগামী মাসের প্রথম সপ্তাহে একটি বৈঠক হবে। এনবিআর, ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেবেন।

শেয়ার