Top

দুই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে: সাকিব

১৯ আগস্ট, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
দুই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে: সাকিব

বাংলাদেশ দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো সেমিফাইনালে ওঠেনি। তবে এবার পরপর তিনটি বিশ্বকাপের দুটিতে বাংলাদেশ দল সেমিতে খেলার সম্ভাবনা আছে বলে জানান সাকিব আল হাসান।

এর অন্যতম কারণ হিসেবে সাকিব বলেন, দুটি বিশ্বকাপ এশিয়ার মাটিতে হবে। যার কন্ডিশন, উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে বাংলাদেশ দলের। আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গেও বেশ পরিচিত টাইগাররা।

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়— এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। তবে এমন না যে ২০২২-এর বিশ্বকাপে সুযোগ নেই। তবে ওয়ানডে বিশ্বকাপকেই এগিয়ে রাখব। কারণ ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। এক কথায় আর সব দলের চাইতে সুযোগটা একটু বেশিই থাকবে।’

সুযোগটা কেমন কাজে লাগাতে পারে বাংলাদেশ? সাকিবের জবাব, ‘আমাদের ক্রিকেটাররা দারুণ ছন্দে আছে এখন। এটা ধরে রাখলে ভালো ক্রিকেট খেলা যাবে। আর তাতে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’

আর কতদিন বাইশ গজে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে?

এ বিষয়ে সাকিব জানান, ফিটনেস ও পারফরম্যান্স যতদিন থাকবে, ঠিক ততদিন জাতীয় দলের জার্সি গায়ে রাখতে চান তিনি। বয়স ৪০ পেরিয়ে গেলেও খেলতে সমস্যা নেই তার।

সাকিবের ভাষ্য, ‘আসলে সময় নিয়ে বলা কঠিন। ৫ বছর নাকি ১০ বছর খেলতে পারব, এমনটি ভাবি না কখনও। যতদিন ফিট আছি এবং পারফরম্যান্স আছে, ততদিন খেলে যাওয়ার ইচ্ছা আছে। সেটি দেখি কতদিন সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘এ বছর পর্যন্ত সব পরিকল্পনা ঠিক আছে। সামনের বছরের পরিকল্পনা ওই বছরের শুরুতেই করব। এ বছর খুব বেশি খেলা আর নেই। নিষেধাজ্ঞার কারণে আমি অনেক খেলা মিস করেছি। তাই চেষ্টা থাকবে এ বছরটা খুব ভালোভাবে শেষ করার। পরে চিন্তা করে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যেটি ভালো হয়, সেটি করা যাবে।’

শেয়ার