পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কা লাগার কারণে নিজেদের ফেরিগুলোতে রাবারের আস্তর লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘আপাতত সীমিত আকারে এটা করা হবে। বাংলাবাজার-শিমুলিয়ায় রুটে পাঁচটি ফেরিতে আপাতত পেন্ডার লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা যদি কার্যকর হয়, তখন অন্যান্য ফেরিতেও লাগানো হবে।’
‘পেন্ডার লাগাতে কত খরচ পড়বে সেটা এখনও নির্ধারণ করা হয়নি। যখন টেন্ডার আহ্বান করা হবে, তখন সেটা করা হবে।’
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশেষজ্ঞরা ফেরিতে পেন্ডার লাগানোর বিষয়ে মতামত দিয়েছেন। আমরাও বিষয়টি নিয়ে স্টাডি করছি।’
গত ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়।
গত ৯ আগস্ট সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোরে ধাক্কা খায়। সর্বশেষ ১৩ আগস্ট সকালে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারটিতে আবারও ধাক্কা দেয়।