Top

শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একক বক্তৃতানুষ্ঠান ২৫ আগস্ট

২৩ আগস্ট, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একক বক্তৃতানুষ্ঠান ২৫ আগস্ট
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, একক বক্তৃতা অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু অধ্যাপক’ প্রফেসর ড. হারুন-অর-রশিদ। আগামী ২৫ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভার্সুয়াল প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শেয়ার