Top

মশা নিধনে সুপারভাইজারদের কড়া মেসেজ আতিকুল ইসলামের

২৪ আগস্ট, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
মশা নিধনে সুপারভাইজারদের কড়া মেসেজ আতিকুল ইসলামের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এবারই প্রথম মশক নিধনে চলমান অভিযানে বিপুল অর্থ জরিমানা করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে যে অভিযান শুরু হয়েছে আজ অবদি প্রায় ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মশা নিধনে আর ফাঁকিবাজি নয়। যদি ফাঁকি ধরা পড়ে তাহলে আমি আর চাকরিতে রাখতে পারবোনা। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লেভেল-৬ এর কনফারেন্স রুমে ডিএনসিসির স্প্রেম্যান সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, যার নামে কোন অভিযোগ পাব, যে এলাকাতে দেখব ওই এলাকাতে এডিসের প্রভাব কম আছে অটোমেটিক্যালি সেটা কিন্তু খবরে চলে আসবে, আর যেখানে বেশি আছে এটাও অটোমেটিক খবরে চলে আসবে। সুতরাং আমি মনে করি তারপরেও চ্যালেঞ্জ আছে, কিন্তু ফাঁকি যে মারবে, যে সময় মত আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে তার জন্য চরম শাস্তি। শাস্তি একটায় তার চাকরি নাই। এছাড়া তুমি বেতন নিবা, তোমাকে বেতন দেবো আমরা। আর তুমি এখানে এসে ফাঁকি মারবো এটা তো হতে পারে না। এর শাস্তি হবে, তোমার চাকরি নাই, তুমি বরখাস্ত হবে। ফাঁকি ধরা পড়লেই আমি চাকরিতে রাখতে পারবোনা, ভেরি সরি। নতুন লোক নিয়ে আসব। তোমাদের পানিশমেন্ট হবে, ডিমোশন হবে, বেতন বন্ধ হয়ে যাবে, যা যা করার দরকার আমরা তা করব। আমি করতে বাধ্য হবে, আমি চাই তোমরা এটা করাতে বাধ্য কোরো না।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আসে, অনেক জায়গায় মশক কর্মী যারা আছে তারা মশক নিধনের কাজ বাদ দিয়ে লাইসেন্স দেয়া, তারা মশক নিধনের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত থাকে, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আবার অনেক মশক কর্মী আসে না, তারা সিন্ডিকেটের মাধ্যমে স্বাক্ষর দিয়ে দেয়, এটা বাস্তব সত্য কথা। সত্যকে স্বীকার করতে হবে। গত ৩০-৪০ বছর তারা এই সিস্টেমে চলেছে। সুতরাং নতুন সিস্টেমের তারা কোনোভাবেই আসতে চান না। অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে বায়োমেট্রিক চালু করেছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি বায়োমেট্রিক নিশ্চিত হবে। এরপর পজ মেশিন এর মাধ্যমে তাদের হাজিরা নিশ্চিত করা হবে। যাদেরকে দেখব ফাঁকি মারছে, তাদের কঠিন শাস্তি আরোপ করছি, আমি বলেছি দরকার হলে চাকরি থেকে বরখাস্ত করব।

তিনি আরও বলেন, এডিস মশা নিধন করতে পারবোনা। এটা বলে লাভও হবেনা, এটা বাস্তব কথা। আমরা কি কি পরিকল্পনা করছি এগুলো যদি একটা লাইনআপ করে সারাবছর চালাতে পারি তখনই আমাদের কাজ হবে। আমরা কাজ করে যাব, আমরা হাল ছাড়বো না। পাশাপাশি আধুনিক যত প্রযুক্তি আছে সেগুলো নিয়ে কাজ করব। এজন্য কীটতত্ত্ব বীরদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা আমাদেরকে বলুন কিভাবে কোন পদ্ধতিতে মশা মারা যায়। সিটি কর্পোরেশনের যেমন দায়িত্ব আছে, সাথে সাথে নগরবাসী যারা আছে সকলে মিলিয়ে সুন্দর ঢাকা শহর যেন গড়তে পারি সেটাই করব। এছাড়া আজকের এই প্রশিক্ষণে সুপারভাইজাররা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা মাঠ পর্যায়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল ভিত্তিক ট্রেনিং প্রশিক্ষণ করাবে। সেখানে যারা মশক কর্মী তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সুতরাং আমাদের চেষ্টার কমতি নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে মশাটাকে নিয়ন্ত্রণে আনা যায়।

এসময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, কীটতত্ত্ব প্রফেসর কবিরুল বাশার প্রমুখ।

শেয়ার