Top

৪৩তম বিসিএস প্রিলির তারিখ জানিয়ে শ্রুতলেখক চাইল পিএসসি

২৪ আগস্ট, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
৪৩তম বিসিএস প্রিলির তারিখ জানিয়ে শ্রুতলেখক চাইল পিএসসি
নিজস্ব প্রতিবেদক :

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, তা জানাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের আবেদন করতে বলেছে পিএসসি। আগামী ৯ সেপ্টেম্বর পিএসসি বরাবর এ আবেদন করতে হবে। সোমবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।

প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতলেখকের আবেদনে অনলাইন আবেদনপত্রের (বিপিএসসি ফরম ১) কপি এবং প্রবেশপত্র জমা দিতে হবে। প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি জমা দিতে হবে। শ্রুতলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

শেয়ার