ডগ্লাস মেগগ্রেগর এর মতে,পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল-কে চাপ সৃষ্টি করে কাজ আদায় করতে হয়,অন্যদল স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহন করে,স্বাভাবিক কারনেই দ্বিতীয় শ্রেনীর লোকরাই পৃথিবীতে সফল হয় কিংবা জগদ্বিখ্যাত হয়। এই নশ্বর জীবনে তারা কর্মের দ্বারা মানুষের মনে অনন্ত সময় বেঁচে থাকেন। উপরোক্ত সকল বাক্য , প্রবাদ এবং প্রশংসা আজকে একদল তরুন স্বপ্নবাজ যুবকদের নিয়ে। আমরা সবাই অবগত আছি সারাবিশ্বের এই মহামারির ক্রান্তিলগ্নে মানুষ যখন তাদের রুটিন ওয়ার্ক ভুলতে বসেছে, বলতে গেলে মানুষের সকল কার্যসূচি এলোমেলো হয়ে গেছে ,২০২০ সালের মার্চ মাসে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে।
আমাদের জীবন এক অনিশ্চিত তিমির রজনীতে প্রবেশ করেছে; যেখানে ভোরের নতুন সূর্য পূর্ন স্বকীয়তায় ফের কিরণ দেবে কিনা এই প্রশ্নে আমরা দিশেহারা।আমাদের কিশোর ,কিশোরী,ছাত্র,ছাত্রীরা যখন এই গভীর অমনিশায় নিজেদের জড়িয়ে ফেলছিলো ,পাবজী,ফ্রী ফায়ার,ইয়াবাসহ নানাবিধ নেশায় ঠিক তখন সময়োপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুল ইসলাম ও তার সহযোগী অনেকে । প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্ট আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচ ও বর্তমান ব্যাচ নিয়ে এতো সুন্দর আয়োজন করা যায় সেটা ছিলো কল্পনাতীত । ব্যাচ ভিত্তিক মেগা টুর্নামেন্টের আয়োজনের মধ্যে দিয়ে তারাবুনিয়ার ক্রীড়াঙ্গনে ইতিহাস রচিত করলেন । সাইফুল ইসলামকে এই কাজে রসদ জুগিয়েছেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক উত্তর তারাবুনিয়ার চেয়ারম্যান জনাব ইউনুস সরকার। খেলাধুলার ব্যাপারে উনার দরজা সব সময় খোলা থাকে; এই ব্যাপারে উত্তর তারাবুনিয়ার ছাত্র যুবক,আবাল,বৃদ্ধ,বণিতা সকলেই ওয়াকিবহাল আছেন। এই বিষয়ে অন্যদিন আলোচনা করবো। সাইফুল ইসলামের এই উদ্যোগকে সফল করতে প্রধান সমন্বয়ক ,সহকারী সমন্বয়কের ভুমিকা পালন করেছেন-ওসমান সরকার,মাহমুদ সোহেল তাঁতী । এই টুর্নামেন্টের অন্যান্য স্টেকহোল্ডার যথাক্রমে রেফারী,লাইন্সম্যান, স্কোরবোর্ড ,ধারাভাস্যকার আর টুর্ণামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দর্শক সকলেই তাদের ব্যবহারিক সৌন্দর্য্যর সবচেয়ে বেস্টটুকু উপহার দিয়েছেন। যা উত্তর তারাবুনিয়ার ইতিহাসে সবচেয়ে সুন্দর,গোছানো ,পরিপাটি খেলার আয়োজন হিসেবে দর্শকমনে জায়গা পাবে।
টুর্নামেন্টে সর্বমোট ২০ টি দলের অংশগ্রহনে ২৩ টি ম্যাচের সফল সম্পাদনের মধ্যে দিয়ে স্বপ্নের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ২৬ আগষ্ট আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া মাঠে । ফাইনালে অংশগ্রহন করবেন ২০১২ ব্যাচ বনাম ২০১৮ ব্যাচ।
উক্ত খেলাটিকে কেন্দ্র করে উত্তর তারাবুনিয়ার ঐতিহ্যবাহী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ সাজবে এক নতুন সাজে। খেলাটি উপভোগ করার জন্য অবশ্যই সকল দর্শক উন্মাদ হয়ে থাকবে। টুর্নামেন্ট কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করবো খেলাটি দেশ বিদেশে অবস্থানরত উত্তর তারাবুনিয়াবাসীকে অনলাইন প্ল্যাটফর্মে উপভোগ করার ব্যবস্থা করার জন্য।
সবশেষে সাইফুল ইসলাম সহ এই টুর্নামেন্ট আয়োজনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভুমিকা রেখেছেন সকলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে এই সমাজের জন্য কল্যানকামী যেকোন উদ্যোগ গ্রহনে আহবান জানাচ্ছি ।
লেখক:
দর্শক ও প্রাক্তন ছাত্র আব্বাস আলী উচ্চ বিদ্যালয় (ব্যাচ ২০০৬)