Top

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত

২৮ আগস্ট, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৩২ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ২১২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। ইংল্যান্ডের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ১৩৯ রানে। ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (৯১) ও বিরাট কোহলি (৪৫)। তারা দুজন বাংলাদেশ সময় আজ বিকেলে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত ৩৪ রানে প্রথম উইকেট হারায়। ক্রেইগ ওভারর্টনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হন লোকেশ রাহুল। মাত্র ৮ রান করেন তিনি। এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন। দলীয় ১১৬ রানের মাথায় রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন অলি রবিনসন। ৫৯টি রান আসে রোহিতের ব্যাট থেকে।

সেখান থেকে পূজারা ও কোহলি দলের হাল ধরেন এবং দিন শেষ করে আসেন। তৃতীয় উইকেটে তারা দুজন ইতোমধ্যে ৯৯ রান সংগ্রহ করেছে। তার আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৩২ রান সংগ্রহ করে। ব্যাট হাতে জো রুট ১২১, দাওয়িদ মালান ৭০, হাসিব হামি ৬৮ ও ররি বার্নস ৬১ রান করেন।

বল হাতে ভারতের মোহাম্মদ শামি ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।

শেয়ার