Top
সর্বশেষ

শেয়ার দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স

০২ ডিসেম্বর, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬ বারে ৩৯ লাখ ৭৭ হাজার ৪৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৯ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এস্কয়ার নিটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬৮১ বারে ১৩ লাখ ৪১ হাজার ৯১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা নিউ লাইনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৯৫২ বারে ৪৯ লাখ ৭১ হাজার ৯৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিমের ৯ দশমিক ৮৩ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৮৬ শতাংশ, কাসেম ইন্ডান্ট্রিজের ৯ দশমিক ৭১ শতাংশ, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৭৭ শতাংশ, পেনিনসুলা চিটাগংয়ের ৭ দশমিক ৬৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭ দশমিক ৫৯ শতাংশ ও কাট্টালি টেক্সটাইলের ৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার