চীন থেকে সোমবার (৩০ আগস্ট) মধ্যরাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরও ২০ লাখ করোনাভাইরাসের টিকা দেশে আসছে। ২০ লাখ সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান রাত সোয়া ১০টায় এ তথ্য জানান।
সেখানে বলা হয়, আজ ৩০ আগস্ট, রাত ২:৩০ টায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, চীন থেকে সিনোফার্মের ২০ লক্ষ ভ্যাক্সিন দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় ফেব্রুয়ারি থেকেই দেশজুড়ে টিকাদান কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে এই কর্মসূচী শুরু হলেও ভারত ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই কর্মসূচী অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।
বর্তমানে চীন থেকে আনা সিনোভ্যাক ভ্যাকসিন এবং ভ্যাকসিন বিষয়ক আন্তর্জাতিক জোট গ্যাভির বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজার ও মডার্নার টিকার মাধ্যমে এ কর্মসূচি চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে চীনের সিনোফার্মের ভ্যাকসিন।
এর আগে ১৯ জুন দেশে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয়। তখন এ টিকা দেওয়া হয় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের।