নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। জুটি বেঁধে উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় সিনেমা। সাফল্যের চূড়ায় থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান।
শাবনাজ-নাঈম দুই কন্যা সন্তানের মা-বাবা। মেয়ে মাহদিয়া একজন সংগীতশিল্পী। এবার বাবার সঙ্গে গান গেয়ে আলোচনায় উঠে এলেন তিনি। সোমবার (৩০ আগস্ট) ফেসবুক একটি ভিডিও পোস্ট করেন মাহদিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রিয় একটি গান গাইছি।’
ভিডিওতে দেখা যায়, নৌকায় বসে গান গাইছেন বাবা-মেয়ে। নাঈম গিটারে রিদম তুলছেন পাশাপাশি মেয়ের সঙ্গে মিলিয়েছেন কণ্ঠও। সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। নৌকায় বাবা-মেয়ের দ্বৈত কণ্ঠের গানটি মন কেড়েছে নেটিজেনদের। ভিডিওটি প্রকাশের ৫ ঘণ্টায় ভিউ হয়েছে প্রায় ২ লাখ!
গ্রামের বাড়ি টাঙ্গাইলে কৃষিকাজ নিয়ে সময় কাটছে চিত্রনায়ক নাঈমের। কৃষিকাজের ছবি অনেক সময়ই ফেসবুকে আপলোড করে থাকেন তিনি।