Top

জামদানি শিল্পকে বদলে দিচ্ছে ইন্টারনেট

০৩ ডিসেম্বর, ২০২০ ১:৪৩ অপরাহ্ণ
জামদানি শিল্পকে বদলে দিচ্ছে ইন্টারনেট

জামদানি আমাদের ঐতিহ্য। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের জামদানি রপ্তানি হয়ে থাকে যা বিশ্ব বাজারে বাংলাদেশকে তুলে ধরছে যুগ যুগ ধরে। কিন্তু কালের বিবর্তনে তা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। বর্তমানে বাংলাদেশকে বলা হয় তারুণ্যের দেশ। কাজেই যদি জামদানিকে বাঁচিয়ে রাখতে হয় তরুণ সমাজকে এর মূল্য বুঝাতে হবে। গত কয়েকমাস আগে আমরা দেখেছি কভিডের কারনে দেশি পণ্যের চাহিদা বেড়ে গিয়েছে এবং সেই সাথে দেশি পণ্যের সাথে জড়িয়ে থাকা প্রতিটি পরিবার নিজেদের অতিত অবস্থা থেকে কিছুটা হলেও ভালো অবস্থানে এসেছেন। তাই সময়ের সাথে সাথে জামদানি এবং দেশি পন্যকে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। যত দিন যাচ্ছে ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলেছে। ইন্টারনেটর সাহায্য আমরা খুব সহজে তথ্য আদান-প্রদান করতে পারছি। দেশে প্রায় অনেকেই এখন ইন্টারনেট সেবা ব্যবহার করে থাকেন। যারা জামদানি নিয়ে অনলাইন উদ্যোগ গ্রহণ করেছেন তারা তাদের উদ্যোগের মাধ্যমে জামদানিকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। জামদানি নিয়ে নিজেদের ফেসবুক পেজে তথ্যবহুল আলোচনা এবং ওয়েবসাইটে লিখালিখির মাধ্যমে খুব সহজে জামদানির বিভিন্ন দিক সবার মাঝে প্রচার করা সম্ভব। এর ফলে যারা ইন্টারনেট ব্যবহার করছে তাদের মধ্যে আস্তে আস্তে জামদনি নিয়ে বিভিন্ন তথ্য জানার সুযোগ তৈরি হবে এবং এভাবেই জামদানি সবার মাঝে ছড়িয়ে পরবে। এখনও জামদানি নিয়ে ইন্টারনেটে সার্চ দিলে তেমন কোন তথ্য খুঁজে পাওয়া যায় না অথচ ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে আমরা দেশ থেকে বহির বিশ্বেও আমাদের পণ্যের কথা তুলে ধরতে পারি। টেকনোলজির এই যুগে অনলাইনে যত বেশি দেশি পণ্যের প্রচার করা যাবে তত এর প্রসার বৃদ্ধি পাবে। তরুণ নির্ভর বাংলাদেশকে যদি ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করানো যায় তাহলে তারা এই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিতে আরও বেশি সচেষ্ট হবেন। জামদানি আমাদের দেশিও পণ্য এবং তাঁতিদের সুনিপুণ কাজের মাধ্যমে জামদানিতে বিভিন্ন ধরনের নকশা ফুঁটে উঠে। তাতে মিশে থাকে তাদের আবেগ এবং ভালোবাসা। অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা জামদানি নিয়ে কাজ করছেন এবং অনেকে কাজ করতে আগ্রহী তাদেরকে সব সময় উৎসাহিত করতে হবে যেন জামদানি নিয়ে নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করেন এবং তা আরও দশজনের মাঝে ছড়িয়ে দেন। এভাবে যদি তরুণ সমাজ জামদানির গুরুত্ব সবার মাঝে তুলে ধরতে পারেন তাহলে জামদানির ঐতিহ্য সব সময় আমাদের কাজে গৌরব বয়ে নিয়ে চলবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জামদানির সাথে আরও সব দেশিও পণ্যগুলো তুলে ধরতে হবে যাতে করে তারা জামদানি সম্পর্কে জানতে পারেন। আজকের তরুণ আগামীর ভবিষ্যৎ। তারাই আগামীতে বাংলাদেশকে বিশ্বাস দরবারে তুলে ধরবে বিভিন্ন কাজের মাধ্যমে। তাই তাদেরকে যত বেশি জামদানি এবং দেশি পন্য নিয়ে জানার জন্য আগ্রহী করে গড়ে তোলা যাবে তা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটা স্বাভাবিক। জামদানি বলতে অনেকে শুধু শাড়িকেই বুঝে থাকেন। এবং জামদানি নিয়ে অনেক ভুল তথ্যের কারনেও অনেকে জামদানি ক্রয় করতে আগ্রহ দেখেন না। শাড়ি বাঙালি প্রতিটি নারীর দুর্বলতার যায়গা। শাড়ির সাথে মিশে থাকে অনেক স্মৃতি এবং অনেক অনুভূতি। কিন্তু সময়ের সাথে এসেছে রুচিশীল পরিবর্তন। এখন মেয়েরা থ্রিপিস, কুর্তি, ফতুয়া, টপ্স ইত্যাদি পড়তে বেশি পছন্দ করেন এবং এগুলো পড়তেও যেমন আরামদায়ক তেমনি ফেশেন্যাবল। যদি জামদানিতে শাড়ির পাশাপাশি এতে আরও অনেক ধরনের ফিউশন আনা যায় তাহলে এর চাহিদাও অনেক বৃদ্ধি পাবে। অনেক উদ্যোক্তা জামদানিতে বিভিন্ন ধরনের ফিউশন নিয়ে আসছেন এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদেরকে তাদের পছন্দের পণ্যটি দেয়ার চেষ্টা করছেন। তাদেরকে বিভিন্ন সার্বে এবং ক্যাম্পেইনের মাধ্যমে জানার চেষ্টা করতে হবে ক্রেতা কি চাচ্ছেন এবং পরবর্তীতে নিজেদের মেধা এবং প্রতিভা দিয়ে কিভাবে তা সফল করা যায় চেষ্টা করতে হবে। চাহিদা অনুযায়ী জামদানিতে পরিবর্তন নিয়ে আসতে হবে। যারা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন তারা জামদানি নিয়ে নতুন নতুন অনেক কাজ করতে পারেন। জামদানি নিয়ে রিসার্চ করলে তাতে অনেক তথ্য উঠে আসবে এবং সমস্যা গুলো নিয়ে কাজ করে তার সমাধান খুঁজে বের করা যাবে। জামদানি আমাদের অহংকার এবং ঐতিহ্যের বাহক। একটি দেশের অতিত ঐতিহ্য যত বেশি নিজেদের মধ্যে লালন করা যায় সে দেশের সমৃদ্ধি তত বেশি হয়। কারন নিজের দেশের পণ্য ব্যবহার যত বাড়বে সেই সাথে সেই পণ্যের উৎপাদনও বৃদ্ধি পাবে। এর ফলে দেশি পণ্যের সাথে জড়িয়ে থাকা মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে নিজেদের পণ্য নিয়ে কাজ করার। এতে করে যারা দেশি পন্য নিয়ে কাজ করছেন তাদেরকে আর হতাশ হয়ে অন্য পেশায় চলে যেতে হবে না।

লেখক: কাকলী রাসেল তালুকদার, স্বত্বাধিকারী কাকলী’স এ্যাটেয়ার

শেয়ার