প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা পাওয়া আরও সহজ করেছে বাংলাদেশ বাংক। এর মাধ্যমে এখন থেকে যে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসবে সেই ব্যাংকই নিজ উদ্যোগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করবে রেমিট্যান্স প্রেরণকারী। এতে ভোগান্তি লাঘব হবে।
বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।
বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্স এলে কোনো কাগজপত্র ছাড়াই প্রণোদনা মেলে। এর বেশি রেমিট্যান্স এলে প্রবাসে থাকা রেমিট্যান্স প্রেরণকারীর কিছু প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি ব্যাংকে দেখিয়ে প্রণোদনার আবেদন করতে হয়।
আগে ওই কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পাঠানো লাগতো। এখন দেশের যে ব্যাংকে রেমিট্যান্স আসবে সেখানে জমা দিলেই হবে। ওই কাগজপত্র সঠিক কি না তা যাচাই করবে ব্যাংক। রেমিট্যান্স পাঠানো ব্যাংক নিশ্চিত করলে প্রণোদনা দিয়ে দেবে স্থানীয় ব্যাংক।