Top

নিউজিল্যান্ডে মার্কেটে সন্ত্রাসী হামলা

০৩ সেপ্টেম্বর, ২০২১ ২:১১ অপরাহ্ণ
নিউজিল্যান্ডে মার্কেটে সন্ত্রাসী হামলা

নিউজিল্যান্ডে অকল্যান্ড শহরের নিউ লিন মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ছয় ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এক হামলাকারী।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিউ লিন সুপার মার্কেটে এক ব্যক্তি হঠাৎ লোকজনকে ছুরিকাঘাত করতে শুরু করেন। এতে অন্তত ৬ জন আহত হন। এ সময় পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। কিছুতেই যখন হামলাকারীকে থামানো যাচ্ছিল না তখন নিরূপায় হয়ে পুলিশ গুলি ছোড়ে। ঘটনাস্থলেই হামলাকারী নিহতও হয়েছে বলে জানা গেছে।

হামলার ঘটনায় আতঙ্কিত ক্রেতারা লিনমল শপিং সেন্টারের ভেতরে ছুটোছুটি করতে শুরু করে এবং অনেকে আতঙ্কে শপিং সেন্টার থেকে দৌড়ে বেড়িযে যান।
আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এদের একজনের অবস্থা বেশি গুরুতর। ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সিএনএন অধিভুক্ত রেডিও নিউজিল্যান্ড জানায়, আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এদের একজনের অবস্থা বেশি গুরুতর। ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে মার্কেট কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মার্কেটটি আপাতত বন্ধ থাকবে এবং এ বিষয়ে পরবর্তীতে হালনাগাদ তথ্য জানানো হবে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসী বলে অবহিত করেছেন।

শেয়ার