Top

ফের সরকার গঠনের তারিখ পেছাল তালেবান

০৪ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
ফের সরকার গঠনের তারিখ পেছাল তালেবান

গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের তারিখ পেছাল তালেবান।

শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নতুন সরকার ও কেবিনেট সদস্যদের নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।তবে এর পেছনে কোনো কারণ আছে কিনা তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। পিটিআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে একবার আফগানিস্তানে তালেবানের সরকার গঠন পিছিয়েছে। গত শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার কথা থাকলেও তা পেছানো হয়েছিল। তারিখ পিছিয়ে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সরকার গঠন করার কথা ছিল।

তালেবান সরকারে কারা থাকতে পারেন, এমন সম্ভাব্য কিছু নাম আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তালেবানের ওই মুখপাত্র এগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।
আগেই অবশ্য চারজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। অর্থমন্ত্রী দায়িত্ব পেয়েছেন গুল আগা।

এ ছাড়া ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে আবদুল বাকি হাক্কানির নাম ঘোষণা করা হয়েছে।

শেয়ার