গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।
সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ১ হাজার ৪৬০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে, আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৬৯৮ জনের। গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১১৩১ জন ও ঢাকার বাইরে ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১১ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৮১ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।