করোনা পরিস্থিতিতে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা পেতে আবেদনের সময় ৪৫ দিন বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৪৫ দিনের মধ্যেও আবেদন করতে পারবে রপ্তানিকারকরা।
আজ (সোমবার) বৈদেশিক মুদ্রায় লেনদেনের সকল অনুমোদিত ডিলারদের উদ্দেশ্যে প্রজ্ঞাপণ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২০-২০২১ অর্থবছরে দাখিলযোগ্য রপ্তানি ভর্তুকি/ নগদ সহায়তার যেসব আবেদন নির্ধারিত সময়ে রপ্তানিকারক কর্তৃক দাখিল করা সম্ভব হয়নি এ সার্কুলার জারির ৪৫ দিনের মধ্যে সেসব আবেদন দাখিল করা যাবে।
রপ্তানি ভর্তুকি/নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সকল এফই সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।