কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আজ থেকে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উৎসবমূখর পরিবেশে টিকা নিতে পারছেন সাধারণ মানুষ। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। টিকা গ্রহনের জন্য নারী ও পুরুষ আলাদা লাইনে দাড়িয়েছে। সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৬ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছিল তাদের আজ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
টিকাগ্রহীতারা জানিয়েছেন, তারা টিকা কার্ড নিয়ে গিয়ে সহজেই টিকা নিতে পেরেছে। এতে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি। আজ খুব দ্রুত টিকা দেওয়া হচ্ছে।
তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা মমতাজ বেগম বলেন, টিকার প্রথম ডোজ নিতে দুইদিন লাইনে দাঁড়িয়েছিলাম। আজ ঝামেলা নেই। কার্ডে টিকার তারিখ দেওয়া আছে। তাই আজ টিকা পাবো, এখান থেকে জানানো হয়েছে।
ফেরদৌসী বেগম নামে আরেকজন বলেন, বাসায় কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এখানে এসে লাইনে দাঁড়াতে কোনো সমস্যা হয়নি। তবে সামনে দীর্ঘ লাইন, তাই টিকা পেতে মনে হচ্ছে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।