মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এর আগে রাজধানীর বনানী থানায় এ মামলা দায়ের করেছিল র্যাব।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার পর পরীমনি আদালত চত্বরে আসেন। আদালত সূত্র জানিয়েছে, আজ দুপুর একটার দিকে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, আদালত চত্বরে পরীমনি তাঁর গাড়িতে অবস্থান করছেন। তিনি আদালত চত্বরে আসার পর তাঁকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন, এই মামলায় আজ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। একই সঙ্গে আদালতে পরীমনির হাজিরা দেওয়ারও দিন ধার্য রয়েছে আজ। সে জন্য পরীমনি আদালতে এসেছেন।
আদালত চত্বরে আসার পর পরীমনিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে
গত ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি কারামুক্তি পান।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র্যাব। এই মামলায় পরীমনিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুদিন ও তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।