Top

সুতার উৎপাদন-সরবরাহ নিশ্চিতে বিটিএমএ-বিটিটিএলএমইএ’র অঙ্গীকার

১৭ সেপ্টেম্বর, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
সুতার উৎপাদন-সরবরাহ নিশ্চিতে বিটিএমএ-বিটিটিএলএমইএ’র অঙ্গীকার

চাহিদা মাফিক সুতার উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সুতা উৎপাদনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হোমটেক্সটাইল, টেরি টাওয়েল পণ্য উৎপাদনে ব্যবহৃত বিদ্যমান দেশীয় সুতার মূল্য পর্যালোচনা করার জন্য আলোচনা হয়। এছাড়া হোমটেক্সটাইল এবং টেরি টাওয়েল খাতের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সুতার মূল্য স্থিতিশীল এবং চাহিদামাফিক সুতা উৎপাদন ও সরবরাহ করার জন্য উভ্য় সংগঠন একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভায় বিটিটিএলএমইএ’র সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খান, সাবেক সভাপতি হোসেন মেহমুদসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি ফজলুল হক, পরিচালনা পর্যদের সদস্য মোশারফ হোসেন, রাজিব হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার