Top

ই-কমার্স ব্যবসার তদারকি সংস্থা চেয়ে হাইকোর্টে রিট

২০ সেপ্টেম্বর, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
ই-কমার্স ব্যবসার তদারকি সংস্থা চেয়ে হাইকোর্টে রিট

দেশের ই-কমার্স ব্যবসা তদারকি করতে একটি ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাধন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।

রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ও ই-ক্যাবকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

এর আগে রোববার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ভোক্তাদের জালিয়াতির হাত থেকে রক্ষা করতে ই-কমার্স কার্যক্রম আইনি প্রক্রিয়ার আওতায় আনা উচিত।

শেয়ার