‘করোনাভাইরাসে মরি, গুলি খেয়ে কিংবা অসুস্থ হয়েই মরি, মরতে একদিন হবেই, অবধারিত মৃত্যুকে আমি ভয় পাইনি, কখনও পাবোনা’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি যখন বাংলাদেশে ফিরে আসি, সেটা ছিল সেই বাংলাদেশ, যেখানে আমার বাবা, ভাই, বোন, শিশু ভাইটিকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। আমাদের পরিবারের বহুজনের সদস্য বুলেটবিদ্ধ, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বুলেটবিদ্ধ বা স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন।