Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ভাস্কর্য ভাঙচুর: রিমান্ডে চার ছাত্র-শিক্ষক

০৮ ডিসেম্বর, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
ভাস্কর্য ভাঙচুর: রিমান্ডে চার ছাত্র-শিক্ষক
নিজস্ব প্রতিবেদক :

কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৮ ডিসেম্বর) মাদরাসার দুই ছাত্রকে ৫ দিন এবং দুই শিক্ষককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বেলা ১১টার দিকে শুনানির জন্য তাদের পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়।

পুলিশ সরাসরি ভাঙচুরের সাথে জড়িত দুই মাদরাসা ছাত্র মিঠুন ও নাহিদের ১০ দিন ও সহযোগী দুই শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীর ৭ দিন করে রিমান্ড আবেদন করে। গতকাল সোমবার বেলা ১টার পর আসামিদের একই আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার।

আদালতের বিচারক রেজাউল করিম রিমান্ড আবেদনের শুনানির জন্য আজ (মঙ্গলবার) দিন ধার্য করে আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠান। এসময় কুষ্টিয়া আদালতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। অতিরিক্ত পুলিশি পাহারায় আসামিদের আদালতে আনা ও জেলা কারাগারে নেওয়া হয়।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার