ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যারয়ের পাঁচটি ইউনিটের ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবার। যেখানে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ৪৫ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের কষ্ট কমাতে এবার ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ৮ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষার কেন্দ্র থাকবে। আজ বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এবারের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বিবরণী থেকে জানা গেছে, এবার পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে।
এদের মধ্যে ঢাকায় পরীক্ষা দেবে ১ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। বাকী অর্ধেকের কম ১ লাখ ৫৯ হাজার ৭৩৪ জন ৭ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসবে।
সূচি অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এছাড়া ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ‘সাধারণ জ্ঞান’ পরীক্ষা হবে।
চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি ইউনিটে ৩৬ হাজার ১০১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৮ হাজার ৪৬৯ জন, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২২ হাজার ৫৬৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৫ হাজার ১২৬ জন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭ হাজার ৯১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯ হাজার ৬৭ জন ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩১ হাজার ৩১২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।