Top

২০৪ দিনে করোনায় সর্বনিম্ন মৃত্যু

০৭ অক্টোবর, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
২০৪ দিনে করোনায় সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনায় ২০৪ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়, এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।

এ সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৬৪ জন, আর বুধবার শনাক্ত হয় ৭০৩ জন। শনাক্তের হার আগের দিনের ২ দশমিক ৮৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৭ শতাংশে।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। আর গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২২ হাজার ৩২১টি পরীক্ষায় ৬৬৪ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

শেয়ার