Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

আপনারা দুঃস্বপ্ন দেখছেন, এই বুঝি বিএনপি আসল: কাদেরকে ফখরুল

১৩ অক্টোবর, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
আপনারা দুঃস্বপ্ন দেখছেন, এই বুঝি বিএনপি আসল: কাদেরকে ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছেন আমরা নাকি রঙিন খোয়াব দেখছি। আর আপনারা কী দেখছেন? দুঃস্বপ্ন, প্রতিমুহূর্ত দুঃস্বপ্ন দেখছেন। এই বুঝি বিএনপি আসল, আমাদের ক্ষমতা গেল।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা ভয়ংকর ঘোরতর দুঃসময় অতিক্রম করছি। এতো বড় দুঃসময় এ দেশে কখনো এসেছে কী না আমার জানা নাই। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, আমরা যুদ্ধের সঙ্গে ছিলাম, তখনও এতো বড় দুঃসময় ছিল না। আমরা চিনতাম আমাদের শত্রু কে, পাকিস্তান আমার শত্রু। তাদের সঙ্গে লড়াই করে আমাকে জয়লাভ করতে হবে এবং তখন আমরা সব এক হয়ে গিয়েছিলাম। যারা ওপারে গিয়েছিল তারাও, ভেতরে যারা ছিল তারাও, সব এক ছিল। আমাদের একটাই লক্ষ্য ছিল এদেরকে সরাতে হবে, জিততে হবে।

তিনি বলেন, ‘এই সরকার দেশের যে অবস্থা করেছে, তা বারবার বলতে ভালোও লাগে না। শেষ করে দিয়েছে, কোনো কিছু অবশিষ্ট রাখেনি। কোথাও কোনো কিছু নেই। যেখানে আপনি একটু আস্থা রাখতে পারবেন, একটু প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন সেই অবস্থা তারা দেশের মধ্যে রাখেনি। শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ দেশের মধ্যে বিরাজ করছে। কেউ নিরাপদ নয়, প্রতিদিন খবরের কাগজ খুললে খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতির খবর। এখন নতুন করে খবর বেরিয়েছে ই-কমার্স। এই ই-কমার্স এর মাধ্যমে যারা টাকা-পয়সা লুট করে নিচ্ছে তারা কারা? কাদের প্রশ্রয়ে এই লুণ্ঠন হচ্ছে, কারা তাদেরকে প্রোকেটশনটা দিচ্ছে? সবাই এই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর সঙ্গে একজনের (ইভ্যালির রাসেল) ছবিও আছে।’

আফসার আহমদ সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

শেয়ার