নতুন সব রেকর্ডে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। মাঠে নামলেই রেকর্ডবুক ওলটপালট করা নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রোববার শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মিশনে আলাদা দৃষ্টি থাকবে সাকিবের ওপর। কুড়ি ওভারের ক্রিকেটে শীর্ষ উইকেট শিকারি বোলার হতে সাকিবের চাই মাত্র ২ উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে না হলেও বিশ্বকাপ মঞ্চেই যে কীর্তিটা নিজের করে নিচ্ছেন, এই বাজি ধরাই যায়।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেই এই রেকর্ডের সামনে ছিলেন সাকিব। কিন্তু পারেরনি, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও হয়নি। স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবেন সাকিব। শুধু শীর্ষ উইকেট শিকারিই নন, একসঙ্গে আরও দুটি রেকর্ডের ভাগিদার হবেন তিনি।
৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে। ৮৮ ম্যাচে ১০৬ উইকেট পাওয়া সাকিব স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নিলে ছাড়িয়ে যাবেন সাবেক লঙ্কান পেসারকে। তিন নম্বরে থাকা টিম সাউদির উইকেট সংখ্যা ৯৯। ৯৮ উইকেট নিয়ে চার নম্বরে আছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ৫১ ম্যাচে আফগানিস্তানের রশিদ খানের উইকেট ৯৫, তার অবস্থান পাঁচ নম্বরে।
মালিঙ্গার সিংহাসন দখল ছাড়াও এই ২ উইকেট সাকিবকে আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেট দখলের কীর্তি এনে দেবে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অনন্য এই কীর্তি গড়বেন বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ২৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন সাকিব। আর বাঁহাতি স্পিনারদের মধ্যে হবেন দ্বিতীয় বোলার।
তবে একটি জায়গায় তিনি হবেন অনন্য। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একই সঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন। যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডাররাও। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১০ হাজার রান করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট জ্যাক ক্যালিসের। তার উইকেট সংখ্যা ৫৭৭। এককথায় ২ উইকেট পেলে রেকর্ডের ডালি সাজিয়ে বসবেন সাকিব।