Top

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯ অক্টোবর, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার) ওমানের কাছেও একই পরিণতি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে।

আল আমেরাতে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার। দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। বাংলাদেশ দলে পরিবর্তন একটিই।

স্কটল্যান্ডের কাছে হেরে চাপে আছে বাংলাদেশ। সুপার টুয়েলভে যেতে হলে মাহমুদউল্লাহ-সাকিবদের এখন কেবল পরবর্তী দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, রান রেটটাও মোটাতাজা রাখতে হবে। কারণ ‘বি’ গ্রুপ থেকে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তখন রান রেটে গ্রুপের শীর্ষ দুই দল নির্ধারিত হবে। স্কটল্যান্ড ও ওমান তাদের প্রথম ম্যাচ জিতেছে। উভয় দলেরই আরও একটি করে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশও যদি পরের দুটি ম্যাচ জেতে তাহলে তিন দলের সমান ৪ পয়েন্ট করে হতে পারে। তখন রান রেট বিবেচনা করা হবে।

ওমান তাদের প্রথম ম্যাচটি ৩৮ বল হাতে রেখে ১০ উইকেটে জিতেছে। তাদের রান রেট ৩.১৩৫। বাংলাদেশের বিপক্ষে ৬ রানে জেতা স্কটল্যান্ডের রান রেট ০.৩০০। আর প্রথম ম্যাচ হারা টাইগারদের রান রেট -০.৩০০।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শেয়ার