Top
সর্বশেষ

হঠাৎ আইসিসির নিয়ম পরিবর্তন

২০ অক্টোবর, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
হঠাৎ আইসিসির নিয়ম পরিবর্তন

এতদিন ধরে সমর্থকদের মনে প্রশ্ন ছিল, বাংলাদেশ সুপার টুয়েলভে উঠলে কোন গ্রুপে পড়বে? আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই জানিয়েছিল, প্রথম পর্বে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারলেই মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপ। সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ। ‘বি’ গ্রুপে আগে থেকেই আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

কিন্তু টুর্নামেন্ট শুরুর তিন দিন পর হঠাৎ নিয়মে পরিবর্তন আনলো আইসিসি। নতুন নিয়মে বাংলাদেশকে শুধু কোয়ালিফাই নয়, গ্রুপ সেরা হয়ে উঠতে হবে ‘বি’ গ্রুপে। যদিও বর্তমান পয়েন্ট টেবিলের বিচারে বাংলাদেশের গ্রুপ সেরা হওয়াটা একটু কঠিন। তবে প্রথমপর্বে টাইগাররা রানার আপ হয়ে কোয়ালিফাই করলে আইসিসির নতুন নিয়ম অনুয়ায়ী মূল আসরের ‘এ’ গ্রুপে পড়বে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদল এসেছে। এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এ১ ও বাংলাদেশকে বি২ হিসেবে ঘোষণা দেয় তারা। আইসিসির এমন হুট করে সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে গেল কোন গ্রুপে পড়বে বাংলাদেশ।

হঠাৎ বদলে যাওয়া নিয়মে ম্যাচ কাভার করার ক্ষেত্রে সমস্যায় পড়েছে গণমাধ্যমকর্মীরা। যদিও তাদের নতুন করে ম্যাচ বাছাই করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশকে গ্রুপ সেরা মেনে পরবর্তী ম্যাচগুলোর টিকিট আগেভাগে কিনে নেওয়া দর্শকরা পড়বে বিড়ম্বনায়।

শেয়ার