Top

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ কোটি ২৬ লাখ ছাড়াল

১৪ ডিসেম্বর, ২০২০ ১২:২৪ অপরাহ্ণ
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ কোটি ২৬ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বেজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা ৭ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৬ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ সোমবার বিশ্বে করোনায় আক্র্ন্ত রোগীর সংখ্যা ৭ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৯ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৬ লাখ ১৮ হাজার ৪৭৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৯৩২ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ৩২ হাজার ৬৮৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬ হাজার ৪৪৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৮৪ হাজার ৭১৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৯৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ১ হাজার ৯৯০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ৪১৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। ইতালি সপ্তম। তুরস্ক অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার