Top

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

১৩ জুন, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১০.৪৯ পয়েন্টে। আর সপ্তাহ পিই অবস্থান করছে শেষে ১০.৫১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০২ পয়েন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.২১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৩.৬৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৪.৪৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.১৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫ পয়েন্টে, বিমা খাতের ১০.৫৯ পয়েন্টে, বিবিধ খাতের ২১.৫৩ পয়েন্টে, খাদ্য খাতের ১৭.০৪ পয়েন্টে, চামড়া খাতের ১৯.০৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৯.৭৩ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৯.৮৭ পয়েন্টে, আর্থিক খাতের ২৪.৩৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩০.৯০ পয়েন্টে, পেপার খাতের ৪৩.৫৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ৯.২০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১০.৭৪ পয়েন্টে, সিরামিক খাতের ২০.৯৩ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩৩.৭৭ পয়েন্টে অবস্থান করছে।

জানা গেছে, যে কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে, সেখান থেকে বিনিয়োগের টাকা ফেরত পেতে যত সময় লাগবে সেটাই মূলত পিই রেশিও। সাধারণত যেসব কোম্পানির পিই রেশিও ১০ থেকে ১৫ পয়েন্টের মধ্যে থাকে, সেখানে বিনিয়োগ অনেকটাই ঝুঁকিমুক্ত বলে মনে করা হয়। আর সে কারণেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) মার্জিন রুলস ১৯৯৯ অনুযায়ী, পিই রেশিও ৪০ পয়েন্টের ওপরে অবস্থান করা কোম্পানির শেয়ারে বিনিয়োগে মার্জিন সুবিধা দিতে নিষেধাজ্ঞা রয়েছে।

শেয়ার