পাকিস্তানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৭ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।
পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, টিএলপি সদস্যরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, একে৪৭ ও পিস্তলের মতো অস্ত্র ব্যবহার করায় বেশ কয়েকজন হতাহত হন।
উগ্র ডানপন্থি দল টিএলপি দাবি করেছে, সংঘর্ষে তাদের কয়েকজনও হতাহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।