Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বেনজামার জোড়া গোলে শীর্ষে ফিরল রিয়াল

১৬ ডিসেম্বর, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ণ
বেনজামার জোড়া গোলে শীর্ষে ফিরল রিয়াল
স্পোর্টস ডেস্ক :

করিম বেনজামার জোড়া গোলে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে অপর গোলটি করেন টনি ক্রুস। এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করল জিনেদিন জিদানের শিষ্যরা। ২৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে রিয়াল সোসিয়াদ ও অ্যাথলেটিকও মাদ্রিদের সঙ্গে শীর্ষে রয়েছে রিয়াল।

আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুতে হোঁচট খায় অতিথিরা। ৯ মিনিটে অহেতুক ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন রাউল গার্সিয়া। ৫ মিনিটের ব্যবধানে টনি ক্রসকে পেছন থেকে বাজে ভাবে ট্যাকেল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গার্সিয়া। ফলাফল লাল কার্ড। ১৪ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় বিলবাও।

তবুও মাঠে নিজেদের আগ্রাসন অব্যাহত রাখে তারা। দারুণ কয়েকটি সুযোগ সৃষ্টি করে রিয়ালের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু ফিনিশিংয়ে বাজিমাত করতে পারেননি। প্রথমার্ধের খেলার যোগ করা সময়ে স্বাগতিকরা এগিয়ে যায় টনি ক্রুসের গোলে। ভিনিসিয়াস জুনিয়রের থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন জার্মান মিড ফিল্ডার। রিয়ালের জার্সি গায়ে জড়ানোর পর ডি বক্সের বাইরে থেকে এটি ক্রুসের সপ্তম গোল। ২০১৪-১৫ মৌসুমের পর ডি বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৩) ও জেমস রদ্রিগেজ (১১) ।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলেও ফিরে এসে গোল হজম করে রিয়াল। ৫২ মিনিটে আন্দ্রে কাপার শটে সমতায় ফেরে বিলবাও। ম্যাচের শুরু থেকে মাঠে নামলেও করিম বেনজামা প্রথম গোলের আগ পর্যন্ত নিজের উপস্থিতি জানান দিতে পারছিলেন না। ৭৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে আবার এগিয়ে নেন। দানি কারভাহালের ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান বেনজামা।

গোলের ক্ষুধায় মগ্ন বেনজামা ম্যাচের শেষ মুহূর্তে পেয়ে যান দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাকে ফাঁকায় বল পেয়ে বেনজামার নিখুঁত ফিনিশে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বেনজামার মৌসুমের দশম গোল।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার