দ্বিতীয় দিনের মতো গণপরিবহনের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক পথের যাত্রীরা। দূরপাল্লার যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে এখন শেষ ভরসা ট্রেন। তাই অন্য সময়ের তুলনায় রেলস্টেশনে বেড়েছে ভিড়। এমন পরিস্থিতিতে কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ‘যাত্রীর যত চাপই হোক, আমরা সাধ্যমত সেবা দেবো।’
শনিবার (৬ নভেম্বর) কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। স্টেশনের টিকিট কাউন্টারের যেন দাঁড়ানোর জায়গা নেই।
টিকিট কাউন্টারের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, আমাদের কাছে যে টিকিট ছিল ইতোমধ্যে তা শেষ হয়ে গেছে। এখন স্ট্যান্ডিং টিকেট দেওয়া হচ্ছে।
স্টেশনের প্রবেশপথে রেলের প্রায় সাত জনকে দেখা গেছে স্ট্যান্ডিং টিকেট বিক্রি করছে। এদের মধ্যে একজন জানান, গণপরিবহন বন্ধ, মানুষ যেভাবেই হোক গ্রামে যাবে। আমরা অতিরিক্ত টিকিট দিচ্ছি। মানুষ যেহেতু যাবেই, তাহলে স্ট্যান্ডিং টিকিট কেটে যাক।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পরিবহন ধর্মঘটের কারণে স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ। স্বাভাবিক দিনের তুলনায় বেড়েছে দ্বিগুণ থেকে তিনগুণ। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে ২২টি অতিরিক্ত কোচ দেওয়া হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।