Top

‘আমাকে শোকজ করা হয়েছে জিয়াউর রহমান জানলে লজ্জা পেতেন ’

১৯ ডিসেম্বর, ২০২০ ১:৪৪ অপরাহ্ণ
‘আমাকে শোকজ করা হয়েছে জিয়াউর রহমান জানলে লজ্জা পেতেন  ’

বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে দলের আনা ১১টি অভিযোগের সবকয়টি অভিযোগ তিনি প্রত্যাখান করেছেন। শুধু প্রত্যাখান নয়; বেশিরভাগ অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমার নামের ভুলসহ নানা ভুল সহিত আক্রমণাত্মক ভাষায় যে চিঠি রুহুল কবির রিজভী আমাকে দিয়েছেন, তাতে আমি হতবাক। জিয়াউর রহমান থাকলে তিনি নিজেও লজ্জা পেতেন যে আমাকে শোকজ করা হয়েছে।’

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন।

গত ১৪ ডিসেম্বর রাতে একাধিক কারণ দেখিয়ে মেজর হাফিজ উদ্দিনকে শোকজ করে বিএনপি। শোকজ নোটিশে বলা হয়, ওয়ান-ইলেভেনের সময়ে দলকে বিভক্ত করে মহাসচিব হওয়া, বিভিন্ন সময়ে দলের সর্বোচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হলে দায়িত্ব পালেন অপরাগতা প্রকাশ করা। এছাড়া বিভিন্ন সময়ে দলের জ্যেষ্ঠ নেতাদের অসম্মান করে বক্তব্য প্রদান করেছেন। হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়।

মেজর হাফিজ বলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি যে ব্যাখা দিয়েছি সেটি কীভাবে তারা নেয় তা দেখতে চাই। যদিও ভেবেছিলাম পদত্যাগ করব, আমার সাবেক কলিগ, বন্ধুরা বলেছিলেন পদত্যাগ করতে। কিন্তু আমার যারা নেতাকর্মী তারা আমাকে অনুরোধ করেছেন যাতে পদত্যাগ না করি। তাদের অনুরোধের কারণেই কেবল আমি পদত্যাগ করলাম না।’

তিনি বলেন, ‘বরাবরি আমি বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছি। জেল থেকে বেগম জিয়া নির্দেশনা দিয়েছিলেন দলকে ঐক্যবদ্ধ রাখার। আমি সেটিও করেছি। কিন্তু তারাই আমার বিরুদ্ধে বলেন আমি সংস্কারপন্থী। আমি ভাঙার পক্ষে।’

এসময় তিনি ২০২১ সালের মধ্যে বিএনপির জাতীয় কাউন্সিল করাসহ চারটি সুপারিশ করেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার