Top
সর্বশেষ

জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

১৯ ডিসেম্বর, ২০২০ ১:৫৭ অপরাহ্ণ
জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন

জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশী) মোঃ শহীদুল ইসলাম বিষয়টি জানিয়েছে।

তিনি আরো বলেন, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো উদ্ধার কাজ চলছে। উত্তরাঞ্চলে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন, তাছাড়া কী কারণে এই দুর্ঘটনা ঘটছে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিলে বলতে পারব।

উল্লেখ্য, শনিবার সকাল ৬টা ৫৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার