Top

ফের তেজগাঁওয়ের ডিসি পদে ফিরলেন বিপ্লব কুমার

১৫ নভেম্বর, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
ফের তেজগাঁওয়ের ডিসি পদে ফিরলেন বিপ্লব কুমার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়েছে। ২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছিল ।

এরপর গত ১৮ অক্টোবর রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে পুনরায় একই পদমর্যাদায় ডিএমপিতে বদলি করা হয়।

১৮ অক্টোবরের পর থেকে তিনি ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত ছিলেন। আজ (সোমবার) ডিএমপি কমিশনারের সই করা এক কার্যাদেশে তাকে পুনরায় তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হলো।

একই কার্যাদেশে তেজগাঁও এর উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহকে সিটিটিসিতে এবং সঞ্জিব কুমার রায়কে সচিবালয়ে নিরাপত্তা বিভাগের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা বিপ্লব কুমার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে নানা স্বীকৃতি পেয়েছেন।

বিগত সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগে কর্মরত অবস্থায় ২০ বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত হন বিপ্লব কুমার সরকার। এ ছাড়া, রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে পিপিএম ও ২০১৬ বিপিএম পদক পেয়েছেন। ২০১৯ সালে আবারো বিপিএম পদক পান তিনি।

শেয়ার