Top

বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল ১০ ডিসেম্বরে মধ্যে প্রকাশের নির্দেশ

১৯ নভেম্বর, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল ১০ ডিসেম্বরে মধ্যে প্রকাশের নির্দেশ

আগামী ১০ ডিসেম্বরে মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  । মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মহাপরিচালকের স্বাক্ষর করা এ সংক্রান্ত নির্দেশনা শুক্রবার প্রকাশিত হয়।

নির্দেশনায় জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ফরম সংগ্রহ করা হবে। আর ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের অনলাইন লটারির দিন ধার্য রয়েছে।

নির্দেশনায় বলা হয়, সব আঞ্চলিক উপপরিচালকের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

শেয়ার