ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক দ্রুত সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে তারা। তাদের অন্য দাবিগুলো হলো- কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল কৃত সকল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ করা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও শাখা ছাত্র ইউনিয়ন এতে একাত্মতা পোষণ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে তীব্র গতিতে গাড়ি চলাচল করে, কিন্তু প্রধান ফটকের সামনে কোন গতিরোধক বা ফুটওভারব্রিজ নেই। যে কোন সময় এখানে বড় দুর্ঘটানা ঘটে যেতে পারে। কোন মায়ের কোল খালি হওয়ার আগেই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
তারা আরো বলেন, হাফভাড়া শিক্ষার্থীদের প্রতি কোন অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে শিক্ষার্থীদের হাফভাড়া বহাল ছিলো, এটি নতুন কোন বিষয় নয়।