Top

ইবিতে ‘ঐতিহ্য ও আধুনিকতার স্বমন্বয়’ বিষয়ক সেমিনার

০১ জানুয়ারি, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
ইবিতে ‘ঐতিহ্য ও আধুনিকতার স্বমন্বয়’ বিষয়ক সেমিনার
এম.বি রিয়াদ, ইবি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক গবেষণায় সৃজনশীলতা: ঐতিহ্য ও আধুনিকতার স্বমন্বয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এই আয়োজন করে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ালী উল্যাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ ও মূখ্য আলোচক হিসেবে মুসলিম রিচার্স সেন্টার (লন্ডন) এর সভাপতি ড. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিভাগের প্রফেসর ড. ইকবাল হুসাইনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. লোকমান হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, ‘ইসলামী গিবেষণায় একটি মৌলিকত্ব রয়েছে। গবেষণায় নকল কিংবা পুরাতন বিষয়াবলী তুলে না ধরে নতুনত্ব বিষয় থাকা উচিত এবং তা অবশ্যই মহানবী (স:) এর দিক নির্দেশনার বাইরে হবে না। সর্বোপরি গবেষণাটি হবে অথেনটিক এবং ক্রিয়েটিভ।’

 

 

শেয়ার