করোনা পরিস্থিতির কারণে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী পরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ২২শে জানুয়ারি থেকে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ইবিতে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। তবে অনলাইনে যথারীতি ক্লাস চলবে। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলমান বা ঘোষিত পরীক্ষাসমূহ ও অফিস যথারীতি চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম চলমান থাকবে।