Top

ইবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ

০৯ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
ইবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ
এম.বি রিয়াদ, ইবি :

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর পদে বিভিন্ন বিভাগের চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের নিয়োগ প্রদান করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সাজ্জাদুর রহমান টিটুর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেনকে এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও নতুন করে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলমকে নিয়োগ দেয়া হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ দায়িত্বে আমাকে নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি যেন যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে পারি সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।

শেয়ার