Top

হতাশায় শুরু আশার আলোয় শেষ

৩১ ডিসেম্বর, ২০২০ ১:৪২ অপরাহ্ণ
হতাশায় শুরু আশার আলোয় শেষ

২০২০ সাল জাতীয় জীবনে এক অভূতপূর্ব বছর৷ করোনা মহামারি বদলে দিয়েছে পৃথিবী, বদলে দিয়েছে আমাদের জাতীয় প্রেক্ষাপট। সমগ্র দেশ লক ডাইনে বন্দী। যাপিত জীবনের প্রভাব থেকে আমাদের শেয়ার বাজারও মুক্ত থাকতে পারেনি। বছরের শুরুতেই বাজারের অস্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতায় স্বরণকালের সবচেয়ে মন্দাবস্থায় চলে যায় দেশের শেয়ারবাজার৷ শুধু ব্যক্তি বিনিয়োগকারী নন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজার থেকে সরে যায়৷ অধিকাংশ প্রতিষ্ঠানের ইক্যুইটি নেতিবাচক হয়ে পড়ায় বেশ কিছু ব্রোকারেজ হাউজ বন্ধ হওয়ার উপক্রম হয়৷ সব মিলিয়ে অতীতের যে কোন সময়ের চেয়ে ভয়াবহ সংকটে পড়ে শেয়ারবাজার, যথা দেশের অর্থনীতি। এর মূল কারণ ছিল শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা, যা নতুন বিনিয়োগকারীদের বাজার বিমূখ করেছে, এটা হচ্ছে চাহিদার প্রেক্ষাপট। আর সরবরাহের দিক থেকে সংকট হলো বাজারে নতুন বিনিয়োগকারী আনার মতো ভালো কোম্পানির অনুপ্রবেশের ঘাটতি।

পুঁজিবাজারের টানা পতনে বিনিয়োগকারীরা যখন দিশেহারা ঠিক তখনই পতনের রাশ টেনে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি নীতি নির্ধারকদের নিয়ে জুরুরী বৈঠকের মাধ্যমে শেয়ারবাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানো, মার্চেন্ট ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণসহ রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন, যা তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির অনন্য বহিঃপ্রকাশ। এছাড়াও তিনি শেয়ারবাজারে ক্রয় চাহিদা বাড়াতে, বিদেশীদের বিনিয়োগে আকৃষ্ট করতে এবং দেশীয় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় সব কার্যকর ব্যবস্থা গ্রহনেরও নির্দেশ দেন। এমনকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহনের সাথে সাথে ভালো শেয়ারের জোগান বাড়াতে বহুজাতিক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার নির্দেশনাও দেয়া হয়৷

তার এই দূরদর্শী নির্দেশনাই বাজারকে পতন থেকে উদ্ধার করে উত্থানের মধ্য দিয়ে উন্নীত করে ক্রমান্বয়ে শেয়ারবাজারের সূচক। আশার আলো দেখতে পায় লাখো সাধারণ বিনিয়োগকারী। এরই পুনরাবৃত্তি বাজারের এ গতিশীলতাকে দীর্ঘস্থায়ী করার বিভিন্ন সেক্টর থেকে বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন সফল ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয় ডিএসই’র পরিচালনা পর্ষদ। নব গঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর পরই দেশ মহামারি দূর্যোগ করোনাভাইরাসের মুখোমুখি হয়৷

এ পর্যায়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে গৃহীত বিভিন্ন দেশের শেয়ারবাজারে গতি ধরে রাখতে পারছিল না। এবং শুরু হয়েছিল টানা পতন৷ ব্যাংক ঋণের সুদহার, অর্থনৈতিক দূর্যোগের পূর্বাভাসের সঙ্গে যোগ হয় করোনা ভাইরাস আতঙ্ক৷ যে আতংকে বিশ্বজুড়ে শেয়ারবাজারে এক ধরনের অস্থিরতা দেখা দেয়৷ বাংলাদেশের পুঁজিবাজারেও ক্রমাগত এর প্রভাব পড়তে শুরু করে৷ অন্যদিকে এই আতঙ্কে বিদেশী বিনিয়োগকারীদের একটি অংশ তাদের বিনিয়োগ তুলে নিতে শুরু করে৷ ৮ মার্চ দেশে তিনজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর পুঁজিবাজারে এ আতংক উত্তোরত্তর বেড়ে চলে।  এর ফলে অনেক বিনিয়োগকারী লোকসানে শেয়ার বিক্রির চাপ দেয়ায় একদিনেই পুঁজিবাজারে বিগত আট বছরের বেশী সময়ের ব্যবধানে বাজারে সূচকের সর্বোচ্চ পতন ঘটে৷ ইতোমধ্যে মহামারীর কারণে ১৭ মার্চের মুজিব জন্ম শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়৷ সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় জনগণকে৷ ফলে ডিএসই’র পরিচালনা পর্ষদ কর্তৃক করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতা ও বিশেষ সতর্কতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর জন্য ১৯ মার্চ ২০২০ থেকে লেনদেনের সময়সূচি সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত নির্ধারন করা হয়। এছাড়াও পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের মোবাইল ও অনলাইনে লেনদেন করার বিষয়ে উৎসাহিত করার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান।

পুঁজিবাজার অর্থনীতির অংশ হিসেবে পরিগনিত। শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী, বিএসইসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে আবারও সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷  বৈঠকে শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পর বাজারের ধারাবাহিক পতন ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়৷ সাথে শেয়ারের দামের সর্বনিম্ন মূল্য বেঁধে দেয়ার সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়ন শুরু হয়।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা ১ ঘন্টা কমিয়ে ৩ ঘন্টা করার কথা থাকলেও সরকারের সর্বোচ্চ পর্যায়ের অভিপ্রায় অনুযায়ী শেয়ারের ধারাবাহিক দরপতন ঠেকাতে সার্কিট ব্রেকার সংক্রান্ত নতুন নির্দেশনার কথা জানিয়ে ডিএসই এবং সিএসইকে লেনদেন পেছানোর নির্দেশ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন৷

এ সার্কিট ব্রেকার নির্ধারণ করতে গিয়ে তিন দফায় লেনদেন পিছাতে বিধি বিধান পরিপালন পূর্বক যথারীতি দুটোয় ট্রেডিং শুরু হয়। যার ব্যাপ্তি ছিল মাএ ৩০ মিনিট৷ এ নতুন নিয়মে লেনদেন শুরুর পর পরই হু হু করে বাড়তে থাকে মূল্য সুচক৷ তবে সুচক যে হারে বাড়ে, ঐ হারে সিকিউরিটিজের দাম বাড়েনি৷ ঐদিন ডিএসই’র প্রধান মূল্যসুচক ডিএসইএক্স বৃদ্ধি পায় ৩৭১ পয়েন্ট বা ১০ শতাংশ৷ লেনদেন হয় মাএ ৪৯ কোটি ১২ লাখ টাকা৷

এদিকে মহামারির আতংকে ব্রোকারেজ হাউজগুলোতে স্বশরীরে উপস্থিত হয়ে লেনদেন করা বিনিয়োগকারীর সংখ্যা যেমন কমে যায় তেমনই লেনদেনেও হ্রাস পায়। লেনদেনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদেরকে টেলিফোন, অনলাইন কিংবা অ্যাপের মাধ্যমে শেয়ার কেনাবেচার আদেশ দেয়া হয়। এভাবে সংক্রমন প্রতিরোধে হাউজগুলোতেও বিনিয়োগকারীদের স্বশরীরে উপস্থিত নিরুত্সাহীত করা হয়৷ স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও অনলাইন, অ্যাপ ও ফোনের মাধ্যমে লেনদেনের পরামর্শ দেয়া হয়৷

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব টালমাটাল হয়ে পড়াতে নিজ নিজ দেশের স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য দেশে দেশে চলে অবরুদ্ধ অবস্থা বা লকডাউন৷ বাংলাদেশও এ থেকে নিষ্কৃতি পায়নি৷ এ পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার ২৬ মার্চ ২০২০ থেকে ৩০ মে ২০২০ তারিখ পর্যন্ত দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করে৷ সরকারের এই সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডও বন্ধ ঘোষনা করা হয়৷ ফলে পুঁজিবাজারের সামগ্রিক চিত্রপটও বদলে যায়৷ এমনি এক অস্থিতিশীল পরিস্থিতিতে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে উল্লেখযোগ্য একাডেমিক রেকর্ড, দক্ষতা এবং করপোরেট বহুমূখী পেশাদারিত্ব ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ নিয়োগ প্রাপ্ত হন৷ ৬৬ দিন বন্ধ থাকার পর দেশের সাম্প্রতিক বিকাশমান অর্থনীতির গতিকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিস ও শিল্প কলকারখানা ৩১ মে ২০২০ তারিখ থেকে খুলে দেয়৷ স্বাস্থ্যবিধি মেনে পুঁজিবাজারেও যথারীতি লেনদেন শুর হয়৷ কিন্তু বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনের পরিমানও বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছে৷ দায়িত্ব গ্রহণের পর নতুন কমিশনের বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ফলে বাজার আবার গতিশীল হয়ে উঠে এবং বছরব্যাপি এধারা অব্যাহত থাকে৷ বছরের শেষদিকে ভারতীয় হাই কমিশনার এবং মালয়েশিয়ার হাই কমিশনার এর উপস্থিতিতে প্রায় এক যুগ পর এসে নতুন আর একটি বহুজাতিক কোম্পানি রবি অজিয়াটা লিঃ বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়৷ অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিচিত পুঁজিবাজার নতুন নতুন রেকর্ড ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মধ্য দিয়ে বেশ সফলতার সাথে অতিক্রম করে আলোচ্য ২০২০ সাল৷ বাজারের গতিকে ধরে রাখতে পণ্যের বৈচিএ আনয়নে-অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এসএমই প্লাটফর্ম, Fixed Income Securities (Treasury bond, Treasury bill) করপোরেট বন্ড নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করছে৷ ইতোমধ্যে উন্নত বিশ্বের স্টক এক্সচেঞ্জের মতো ডিএসইও প্রিওপেনিং ও পোষ্ট ক্লোজিং সেশনও চালু করেছে৷ ইতোমধ্যে ৫টি ট্রেকহোল্ডার কোম্পানিকে এপিআই ইউএটি সংযোগ প্রদান করা হয়েছে, যাতে কোম্পানি নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর মাধ্যমে সরাসরি ট্রেডিং কার্যক্রম চালু করতে পারে৷ একই ধারাবাহিকতায় সকল ট্রেকহোল্ডার কোম্পানিকে এ সুযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে৷ এছাড়াও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) নামে একটি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি নিবন্ধিত হওয়ায় এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে এবং এ পর্ষদের অধিনে কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমও শুরু হয়েছে৷

২০২০ সালের বাজারচিত্র

আইপিও

শিল্প উদ্যোক্তারা ২০২০ সালে বাজার থেকে মোট ৮টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৯৮৫ কোটি ৮৭ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ৩১১ কোটি টাকা মূলধন উত্তোলন করে৷ অপরদিকে ২০১৯ সালে ১টি করপোরেট বন্ড সহ মোট ৯টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ৬৫২ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৩৮ কোটি ৩৮ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷

তালিকাভুক্তি

২০২০ সালে ১টি করপোরেট বন্ডসহ মোট ৯টি সিকিউরিটিজ ৬০০২ কোটি ৭১ টাকার পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷ অপরদিকে ২০১৯ সালে ১টি মিউচ্যুয়াল ফান্ড সহ মোট ১০টি সিকিউরিটিজ ১৪৪৩ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়৷

রাইট শেয়ার ইস্যু

২০২০ সালে ১টি কোম্পানি ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে  প্রিমিয়াম বাবদ ৭ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৭৫৫ টাকা মূলধন সংগ্রহ করে৷ অপরদিকে ২০১৯ সালে ২টি কোম্পানি ২০ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮২টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৩১ কোটি ৩০ লাখ ০৫ হাজার ৫০০ টাকা মূলধন সংগ্রহ করে৷ এর মধ্যে ১ কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৩ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৮০ টাকা মূলধন সংগ্রহ করে৷

কোভিড ১৯ এর কারণে বিশ্ব ব্যাপি স্টক মার্কেটের গতি মন্থর থাকলেও বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সকল ক্ষেএে সাফল্যের মাইলফলক সৃস্টি করে৷

লেনদেন টাকা

করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ২০৮ দিন লেনদেন হয়৷ ৩৮ কার্যদিবস লেনদেন কম হলেও ২০২০ সালে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,৩৪,৯৮১ কোটি ২২ লাখ টাকা৷ যা ডিএসই’র ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ লেনদেন এবং গতবছরের চেয়ে ২১,১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮.৫৯ শতাংশ বেশী৷ যার গড় লেনদেন ছিল ৬৪৮ কোটি ৯৪ লাখ টাকা৷ অপরদিকে ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১১৩,৮২১ কোটি ৮৮ লাখ টাকা এবং গড়ে লেনদেনের পরিমান ছিল ৪৮০ কোটি ২৬ লাখ টাকা৷

ডিএসইর মূল্য সূচক সমূহ

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স)

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ৯৪৯.১৩ পয়েন্ট বা ২১.৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৪০২.০৭ পয়েন্টে উন্নীত হয়৷ ২০২০ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৫৪০২.০৭ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৩৬০৩.৯৫ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪,০৯০.৪৭ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷

ডিএসই ৩০ সূচক (ডিএস৩০)

ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৪৫০.৬১ পয়েন্ট বা ২৯.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৬৩.৯৬ পয়েন্টে দাঁড়ায়৷ ২০২০ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ১৯৬৩.৯৬  পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১২০৩.৪৩ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ১,৪৭৩.০১ পয়েন্ট নিয়ে এ সূচকের যাএা শুরু হয়৷

ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস)

একই বছর ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ২৪২.২৮ পয়েন্ট বা ২৪.২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৪২.১১ পয়েন্টে উন্নীত হয়৷ ২০২০ সালে ডিএসইএস মূল্য সূচক সর্বোচ্চ ১২৪২.১১ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৮৩৪.৭৮ পয়েন্ট৷ ২০১৪ সালের ২০ জানুয়ারি ৯৪১.২৮ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷

বাজার মূলধন

২০২০ সালে বাজার মূলধন ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে৷ ডিএসই বাজার মূলধন আগের বছরের তুলনায় ১ লাখ ০৮ হাজার কোটি টাকা বা ৩২.০১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়৷ ২০২০ সালে বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ২ লাখ ৮৭ হাজার কোটি৷

মার্কেট পিই

২০২০ সালের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এ তালিকাভুক্ত সিকিউরিটিজ সমূহের মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই দাঁড়ায় ১৫.০৯৷ খাতওয়ারী সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ব্যাংকিং খাতের, যার মার্কেট পিই ৮.১০, ফুয়েল এন্ড পাওয়ার খাতের ১১.১৭, মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট পিই ১৩.৭৫, টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৪.৪৫, টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৭.৯৯, ইঞ্জিনিয়ারিং খাতের মার্কেট পিই ১৮.২৫, সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতের মার্কেট পিই ১৮.৪৩, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ১৮.৮৫,ট্যানারি খাতের মার্কেট পিই ২১.১১, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতের মার্কেট পিই ২৩.০১,আর্থিক খাতের পিই ২৩.৩৬,সিরামিক খাতের মার্কেট পিই ২৪.৮৫, আইটি-খাতের মার্কেট পিই ২৫.৪৭,সিমেন্ট খাতের মার্কেট পিই ২৫.৬৪, ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ২৫.৯১,বিবিধ খাতের মার্কেট পিই ২৬.৩৬, ট্রাভেল এন্ড লেইজার ২৯.৩১, পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৩৪.৭৫ এবং জুট খাতের মার্কেট পিই ৫০.২৬৷ অপরদিকে ২০১৯ সালের শেষে সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১১.৫১৷

মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপির অনুপাত

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এ ২০২০ সালে তালিকাভুক্ত সিকিউরিটিজ সমূহের মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপির অনুপাত দাঁড়ায় ১৬.০৩ শতাংশ, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম৷

বৈদেশিক বিনিয়োগকারীদের লেনদেন 

২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বিগত  তিন বছরের মধ্যে সর্বোচ্চ৷ ২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০,৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৭.৬৯ শতাংশ৷ অপরদিকে ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৭,৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ৷

মোবাইল লেনদেন

বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ও বিকাশের ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য মডেল এবং অর্থনৈতিক লেনদেনের প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি প্রতিনিয়ত দ্রুত পরিবর্তিত হচ্ছে৷ পুঁজিবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেএে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে কোভিড–১৯ পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোবাইলের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে৷ যা ২০২০ সালে ৪৯ হাজার ১৫১ জনে উন্নিত হয়৷ ২০২০ সালে মোবাইলের মাধ্যমে মোট ৬৩ লাখ ১৪ হাজার ৬৯টি আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ৪৯ লাখ ৩৫ হাজার ২৪৭টি আদেশ কার্যকর হয়৷ ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা বিনিয়োগকারীর দোরগোড়ায় পৌঁছাতে সর্বদা সচেষ্ট৷

ওটিসি মার্কেট

২০২০ সালে ওটিসি মার্কেটে শেয়ার লেনদেন আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে ৯৩.৫৬ শতাংশ। এই বছরে ওটিসি মার্কেটে মোট ১০ লাখ ১৮ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়৷ যার মূল্য ১ কোটি ০৯ লাখ ২১ হাজার ৪৯ টাকা৷ অপরদিকে গত বছরে শেয়ার লেনদেনের পরিমান ছিল ১ কোটি ৫৩ লাখ ৭৬ হাজার ৪৭৪ টি শেয়ার৷ যার মূল্য ছিল ২২ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৮৯২ টাকা৷

এটা সর্বজনবিদিত যে একটি শক্তিশালী পুঁজিবাজার উন্নত অর্থনীতির পূর্বশর্ত৷ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পথ পরিক্রমায় গ্যাস, বিদু্ত ও অবকাঠামো উন্নয়নে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ পূর্বক বৃহত্, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কর্মস্থানের সুযোগ সৃষ্টিসহ অর্থনৈকি উন্নয়নের গতিকে তরান্বিত করার ক্ষেত্রে পুঁজিবাজারের ভূমিকা অনস্বীকার্য। একটি সমৃদ্ধ পুঁজিবাজার দক্ষ আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সংঘটিত করে, যা আর্থ সামাজিক অবস্থার উন্নয়নসহ টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করে৷

শেয়ার