Top

জাবি অধ্যাপক ড.মোঃ দিলদার হোসেন আর নেই

২০ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
জাবি অধ্যাপক ড.মোঃ দিলদার হোসেন আর নেই
মেহদী ইসলাম, জাবি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলদার হোসেন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে

শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তাসনিম হোসেন।

তিনি বলেন, শনিবার দুপুরে গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নামাজে জানাজা বিকেল ৪টার দিকে ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে বার্ধক্য ও দীর্ঘ অসুস্থতাজনিত কারণে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন দিলদার হোসেন। অবস্থা সংকটাপন্ন হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালে অবসরে যান অধ্যাপক দিলদার হোসেন। এরপর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

খ্যাতিমান এ অধ্যাপকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এক শোক বার্তায় উপাচার্য উপাচার্য বলেন, অধ্যাপক দিলদার নিবেদিত প্রাণ একজন শিক্ষক ও গবেষক ছিলেন। পদার্থবিজ্ঞানের গবেষণায় তাঁর জ্ঞান এবং প্রাজ্ঞতায় বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছিল। তাঁর ব্যক্তিত্ব ছিল অনুকরণীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের শিক্ষক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

 

 

শেয়ার